চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ২৯ জুন, বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান এলাকায় মাদকের বিস্তার ভয়াবহতা ধারণ করেছে। একই সাথে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য, চুরি, ডাকাতি, যানবাহনে টোকেন বাণিজ্য ও বিদ্যালয় চলাকালীন সময়ে বখাটেদের উৎপাত উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসী শঙ্কিত। অপারাজিতা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ- সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এস এম জসিম, আবদুল মান্নান মোনাফ, হামিদুল হক মান্নান, শফিউল আজম শেফু ও কাজল দে।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে মদের টাকা না পেয়ে শ্লীলতা হানির চেষ্ঠার অভিযোগ
(Last Updated On: ) বোয়ালখালীতে মদের টাকা না পেয়ে বড় ভাইয়ের স্ত্রীকে শ্লীলতা হানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত শুক্রবার (২৩ এপ্রিল) বোয়ালখালী থানায় ৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী লিটন চৌধুরী ।অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার পশ্চিম শাকপুরা পাচুঁরাম চৌধুরীর বাড়ীর মৃত সুনীল চৌধুরীর ছেলে সান্টু চৌধুরী ও বিপ্লব […]
চট্টগ্রাম মেডিকেল থেকে ৫ দিন বয়সী শিশু চুরি
(Last Updated On: ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে পাঁচ দিন বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন শিশুর পিতা আবু মোহাম্মদ নোমান। এবিষয়ে শিশুর পিতা চট্টগ্রাম নিউজকে জানান, গত ১৫ ডিসেম্বর নগরীর রয়েল হাসপাতালে শিশুটি […]
বোয়ালখালীতে স্মার্ট এনআইডি বিতরণ শুরু হচ্ছে ৭ মার্চ
(Last Updated On: ) বোয়ালখালীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম আগামী ৭ মার্চ থেকে শুরু হবে। উপজেলার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে সিডিউল অনুযায়ী বিতরণ করা হবে। বোয়ালখালী উপজেলার প্রত্যেক ভোটার এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নুরুল ইসলাম। তিনি বলেন, আগামী ৭ মার্চ থেকে বোয়ালখালী উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে স্মার্ট […]