চট্টগ্রামের বোয়ালখালীতে সাধারণ মানুষকে সেবা দিতে নিজ কার্যালয়ের ফ্রন্ট ডেক্সে অবস্থান নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। ২৮ জুন, মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলা ভূমি অফিসের নিচতলায় একটি ডেক্সে বসে আগত সেবাপ্রার্থীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তাঁর অফিস কক্ষ হচ্ছে ভূমি অফিসের দ্বিতীয় তলায়। তবে সাধারণ মানুষজন ভূমি সংক্রান্ত বিষয়ে তাঁর কক্ষে খুব একটা যেতে চান না। সেই কারণেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, সেবাপ্রার্থীরা আমার কক্ষে প্রবেশ করতে খুব একটা চান না। তাই তাঁদের সেবা নিশ্চিত করতেই নিজ কক্ষ ছেড়ে নিচতলার ফ্রন্ট ডেক্সে অবস্থান নিয়েছি। সাধারণ মানুষের কথা শুনছি, তাঁদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি। এ কার্যক্রমে খুশি সেবাগ্রহীতারা। সেবাপ্রার্থী মো. হারুন বলেন, গতকাল সোমবার থেকে সহকারী কমিশনার মহোদয় ভূমি সংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলছেন। এতে অনেক বিষয় সহজে সমাধান হয়ে যাচ্ছে। ফলে ভূমি নামজারী, দাখিলা কাটাসহ যাবতীয় কার্যক্রমে হয়রানি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পৃক্ত খবর
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে পাঠশালা নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলার নবাগত নির্বাহী অফিসার ‘নাজমুন নাহার’ এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছে পাঠশালার প্রতিনিধিবৃন্দ। এসময় পাঠশালা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মুজিববর্ষ উপলক্ষে পাঠশালা’র স্বপ্নদ্রষ্টা সাবেক সিনিয়র সচিব এবং বর্তমান বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এর লেখা ‘জেলায় জেলায় বঙ্গবন্ধু’ শীষর্ক বইটি উপহার দেয়া হয়। এতে পাঠশালা’র গণসংযোগ ও গণমাধ্যম প্রতিনিধি টিটন […]
লাশ এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেলো ট্রেন
(Last Updated On: ) গাইবান্ধার সুন্দরগঞ্জে চা খেতে বেড়িয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের সামনের লোহার হুক পেটে ঢুকে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সেই ট্রেন আবার লাশটি হুকে করেই ছেঁচড়ে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধের নাম আবদুর রহমান (৬৯)। তার […]
কধুরখীল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভা
(Last Updated On: ) কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১০ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডা: অসীম কুমার চৌধুরী। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচ্যসূচীর আলোকে বক্তব্য দেন, এস এম ওমর ফারুক, প্রভাস চক্রবর্তী, […]