ভারতের সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) তেলেঙ্গানার হায়দরাবাদের বানজারা হিলসের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে।
নিজের নাম ‘প্রত্যুষা গারিমেলা’ নামে একটি ফ্যাশন স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বানজারা হিলসে প্রতিষ্ঠিত তার ওই ফ্যাশন স্টুডিওটির শীর্ষ সেবা গ্রহীতাদের মধ্যে টালিউড, বলিউড এবং বিভিন্ন সেক্টরের জনপ্রিয় ব্যক্তিরা রয়েছেন। খবর এনডিটিভির।
বানজারা হিলস পুলিশের সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন, তার মরদেহ বাথরুম থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
তার বাথরুম থেকে কার্বোন মোনোক্সাইডের বোতলা পাওয়া গেছে। এই ঘটনায় একটি রহস্যজনক মৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার ব্যাপারে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে প্রত্যুষার বন্ধুরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
গতবছর প্রত্যুষা ফেমিনাকে বলেছিলেন, ফ্যাশনে ক্যারিয়ার গড়ার আগে তিনি যুক্তরাজ্য থেকে মাস্টার্স সম্পন্ন করে বাবার এলইড উৎপাদনকারী প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরে বুঝতে পারেন চাকরিতে নয়, অন্য কিছুতে আগ্রহী তিনি।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6212103796440070&output=html&h=280&adk=4284174306&adf=1127764878&pi=t.aa~a.3570455705~i.17~rp.4&w=730&fwrn=4&fwrnh=100&lmt=1655029924&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5159163871&psa=1&ad_type=text_image&format=730×280&url=https%3A%2F%2Fwww.ppbd.news%2Fentertainment%2F239100%2F%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A5%25E0%25A6%25B0%25E0%25A7%2581%25E0%25A6%25AE%25E0%25A7%2587-%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A6%25B2-%25E0%25A6%25AB%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%25E0%25A6%25A8-%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%2587%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A7%2581%25E0%25A6%25B7%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%25AE%25E0%25A6%25B0%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B9&fwr=0&pra=3&rh=183&rw=730&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTAyLjAuNTAwNS42MyIsW10sbnVsbCxudWxsLCI2NCIsW1siIE5vdCBBO0JyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTAyLjAuNTAwNS42MyJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEwMi4wLjUwMDUuNjMiXV0sdHJ1ZV0.&dt=1655029924836&bpp=10&bdt=2193&idt=10&shv=r20220608&mjsv=m202206070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D1760e1e8cdfd576d-22f0661bd7d300b2%3AT%3D1654771201%3ART%3D1654771201%3AS%3DALNI_MYsa3ZQm22myemPtsJPNqUYKxvmsw&gpic=UID%3D000004a159d69e34%3AT%3D1649407999%3ART%3D1655029502%3AS%3DALNI_MacvrdgpsmDvvn1v1GdiX9GOIURpw&prev_fmts=0x0%2C728x90%2C728x90%2C728x90&nras=2&correlator=4160338322984&frm=20&pv=1&ga_vid=1904366287.1621010832&ga_sid=1655029924&ga_hid=572018512&ga_fc=1&u_tz=360&u_his=4&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1.1&dmc=4&adx=88&ady=1621&biw=1226&bih=516&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C31067628%2C31067965%2C44765312%2C42531606%2C42531607%2C31067487&oid=2&pvsid=3075423794851511&pem=491&tmod=341130697&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.ppbd.news%2Fabroad%2F239095%2F%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A7%2587-%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A7%258B%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%259A%25E0%25A6%25A4%25E0%25A7%2581%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A5-%25E0%25A6%25A2%25E0%25A7%2587%25E0%25A6%2589-%25E0%25A6%25B6%25E0%25A7%2581%25E0%25A6%25B0%25E0%25A7%2581-%25E0%25A6%25B9%25E0%25A7%259F%25E0%25A7%2587-%25E0%25A6%2597%25E0%25A7%25