পৌরসভা

বোয়ালখালীতে দিনদুপুরে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি!

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে এক প্রবাসীর ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে ঘরের আলমিরায় রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী। শুক্রবার (১০ জুন) পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৮নং ওয়ার্ডের প্রবাসী কামাল হোসেন লিটনের ঘরের তালা ভেঙে এ ঘটনা ঘটিয়েছে চোরের দল। রেহায় পায়নি ঘরের কনিষ্ঠ সদস্যের প্লাস্টিকের ব্যাংকে জমানো শখের পয়সাও। প্রবাসী লিটনের স্ত্রী দিলরুবা আকতার বলেন, শুক্রবার সকালে এক নিকট আত্মীয় মারা যাওয়ায় পরিবারের সবাই ঘর তালাবদ্ধ করে ছুটে যান। সন্ধ্যায় সেখান থেকে ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা। আলমিরাসহ ঘরের সকল আসবাবপত্র তছনছ। খোয়া গেছে ৫ ভরি স্বর্ণের গয়না, নগদ প্রায় ৮ লাখ টাকা, মূল্যবান কাপড় ও ইলেকট্রনিকস সামগ্রী। প্লাস্টিকের ব্যাংকটি কেটে তার ছেলের জমানো পয়সাগুলোও নিয়ে গেছে চোরের দল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। প্রতিবেশি পৌরসভার ৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীন নিলু জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এখনো তিনি এলাকার বাইরে থাকায় বিস্তারিত কিছু বলতে পারছেন না। তবে এলাকায় পৌঁছলে তিনি বিষয়টি দেখবেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, এ সম্পর্কে কিছুই জানেন না তিনি।