চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিমকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। ১০ জুন, শুক্রবার বিকেলে বোয়ালখালী থানার অডিটোরিয়ামে ওসির বদলি জনিত বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগে সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, কাজল দে ও শফিউল আজম শেফু। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোছলেম উদ্দিন বিদায়ী ওসি আবদুল করিমের ভূয়সী প্রশংসা করে বলেন, উপজেলায় মাদক নির্মূল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করেছেন ওসি মো. আবদুল করিম। তার আমলে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন তিনি। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কর্মস্থলে দেশ ও দশের জন্য কাজ করবেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিদায়ী ওসির দীর্ঘায়ু কামনা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্পৃক্ত খবর
‘আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে’
(Last Updated On: ) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, শ্রীলঙ্কায় দুর্ভিক্ষ হয়েছে। আমরা কখনও শ্রীলঙ্কার মতো হবো না। যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন ততদিন জনগণ কষ্টে থাকবে না। আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। সোমবার (৩০ মে) দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ নগর যুবলীগের সম্মেলনে প্রধান […]
চট্টগ্রাম হবে ‘ওয়ান সিটি টু টাউন’— চট্টগ্রামে ওবায়দুল কাদের
(Last Updated On: ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু টানেল’। এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। টানেল নির্মাণের কাজ প্রায় ৯৫.৫০ শতাংশ শেষ। বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে সাংহাই শহরের মতোই চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন। তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের […]
জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর বের হতে বারণ
(Last Updated On: ) করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মানুষের চলাফেরা ও লোক সমাগমের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এজন্য ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর মধ্যে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধসহ রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিয়ন্ত্রণের মতো নির্দেশনাও রয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. […]