চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় বরুণ চৌধুরী (৫০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়ার হাট এলাকায় দ্রুত গতির দুই মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বরুণ। জানা গেছে, নিহত বরুণ চৌধুরী পটিয়া উপজেলার ধলাঘাট গ্রামের মৃত যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে (এফআইডিসি) ইল্কেট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ১ ছেলে, ৩ মেয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুইটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পৃক্ত খবর
মাস না পেরুতেই মরছে অনুদানের ভেড়া!
(Last Updated On: ) অনুদান হিসেবে গেল ১৯ নভেম্বরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫৮টি পরিবারের মধ্যে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছিল। এই ১৯ ডিসেম্বর তার এক মাস হবে। কিন্তু মাস না পেরুতেই অনুদানের সেসব ভেড়া মারা যাচ্ছে! ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলায়। ওই উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫৮টি পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণ করা কিছু ভেড়া সুস্থ হলেও […]
বোয়ালখালীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা […]
৩০ দিনের মধ্যে এমপি হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ
(Last Updated On: ) আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম বিরুদ্ধে দুদকের করা মামলায় দুটি ধারায় বিচারিক আদালতে ১০ বছর ও ৩ বছরের কারাদণ্ড হয়েছিল। এর মধ্যে একটি ধারায় বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম […]