জাতীয়

ছোট ভাইকে হত্যার পর আত্মসমর্পণ বড় ভাইয়ের

(Last Updated On: )

ঝালকাঠির নলছিটিতে ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান।

রোববার (৫ জুন) সকালে নলছিটি পৌর শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেশকাত ওই এলাকার আমির আলী তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জের ধরে গত রাতের কোনো এক সময় মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে হাত ও পাঁ ভেঙে গুরুতর জখম করেন তিনি। পরে রুমের ভেতর আটকে রাখেন বড় ভাই মেহেদী হাসান।

সকাল ৬টার দিকে মেশকাতকে পিটিয়ে আহত করার ঘটনা তাদের বড় ভাই রুহুল আমিনকে জানান মেহেদী। এরপর দ্রুত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান মেশকাত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থল ও বরিশাল শেরেই বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।