প্রধান পাতা

খেলাঘরের অগ্রযাত্রার ৭০ বছর উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

(Last Updated On: )

একুশে পদক প্রাপ্ত বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার জাতীয় মুক্তি সংগ্রামের চেতনায় দেশকে গড়ে তুলতে পাড়ায় পাড়ায় খেলাঘর আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।
শুক্রবার (২৭মে) বিকালে পটিয়া খলিলুর রহমান ডিগ্রী কলেজে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত সংগঠনের বছরব্যাপী অগ্রযাত্রার ৭০ বছর উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় বেশ কয়েকটি প্রগতিশীল শিশু-কিশোর সংগঠন শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করত । বর্তমানে খেলাঘর ছাড়া বাকীগুলোর তেমন কার্যক্রম দৃশ্যমান নয়। তাই খেলাঘরকে আরো অগ্রনী ভূমিকা পালন করতে হবে ।
সংগঠনের সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টচার্য্য, জেলা কমিটির সহ সভাপতি আবুল ফজল বাবুল, অধ্যাপক ভগীরত দাশ, অধ্যাপক বিপ্লব বসু,সুবিমল ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য ।
সম্পাদক ইসমত আরা দিলশাদ, সজিব কুমার নাথ ও রুপক শীলের সঞ্চালনায় আলোচনা সভা, পুরষ্কার বিতরন শেষে সাংষ্কুতিক অনুষ্ঠান পরিবেশন করে বর্ণরেখা, দিশারী, পূর্বাশা, দ্বীপশিখা ও টংকাবতী খেলাঘরের শিশুশিল্পীবৃন্দ ।