চট্টগ্রামের বোয়ালখালীতে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২২ মে) বিকেলে অভিযুক্ত শিক্ষক মো.সাইফ হোসেনের (২৬) বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন আহত শিক্ষার্থীর পিতা আবদুল বারেক। এর আগে রবিবার দুপুরে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী সাইদুল হককে (১৫) শিক্ষক বেত দিয়ে মারধর করে। এতে আহত শিক্ষার্থী সাইদুল উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষককের বিচারের দাবিতে বিক্ষোভ করে সাইদুলের সহপাঠীরা। এসময় তারা বিদ্যালয়ের সামনে কানুনগোপাড়া ডিসি সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফররুখ আহমদ মিনহাজ জানান, অভিযুক্ত শিক্ষক সাইফ হোসেনের বিরুদ্ধে ২০১৩ সালের শিশু আইনের ৭০ তৎসহ ৩২৩, ৩২৫ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা। মামলা রুজু হওয়ায় শিক্ষক সাইফকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক সাইফ জামালপুর জেলার মেসকা ইউনিয়নের পূর্ব কলতাপাড়ার ৮নং ওয়ার্ডের মো. গোলাম রব্বানীর ছেলে। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী সালাম মার্কেটে ভাড়া থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় খন্ডকালীন শিক্ষক সাইফ হোসেনকে বহিস্কার করা হয়েছে।
সম্পৃক্ত খবর
কর্ণফুলী তীরে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
(Last Updated On: ) চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হৃদয় মাহমুদ লিটন জানান, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাই। যেহেতু মরদেহটি নদীর তীরে আটকে ছিল, তাই […]
কাপড় ক্রয়ের রশিদ নেই ব্যবসায়ীর, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
(Last Updated On: ) পোশাক ক্রয়ের স্বপক্ষে কোনও কাগজপত্র দেখাতে না পারায় ও নিজেদের মতো মূল্য বসিয়ে পণ্য বিক্রিসহ নানা অপরাধে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে মিমি সুপার মার্কেটে অভিযানে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের […]
চট্টগ্রামে বিএনপির সমাবেশে সংঘর্ষ, আটক ৮
(Last Updated On: ) চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ির মোড়ে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিএনিপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময় ঘটনাস্থলে থাকা বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় এবং লাটিচার্জ করে। ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ৮ জনকে আটক করেছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত […]