নদী দিয়ে শুরু-পাহাড় দিয়ে শেষ অপরূপ সুন্দরী বোয়ালখালী। এই সৌন্দর্য্য বিধাতা দিয়েছেন। সকলে মিলে এ সুন্দরীকে সাজিয়ে উপশহরে রূপান্তরে উদ্যোগ নিতে হবে।’ বুধবার (১৮ মে) রাতে বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম সভাপতি এসএম আবু তৈয়ব এ কথা বলেছেন। এসময় তিনি বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে মানবিকতা ও সংস্কৃতিতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই হোক এ আয়োজনের মূল লক্ষ্য। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোয়ালখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই ঈদ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই মিলনমেলায় ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংবাদিক পরিবারের সদস্যরা অংশ নেন। ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানার সঞ্চালনায় এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.ইউনুস, সিলেট জেলার প্রশাসনিক কর্মকর্তা মো.আবদুল সামাদ, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান শাহজাদা এসএম মিজানুর রহমান, চট্টগ্রাম খাতুনগঞ্জ ডাল মিল ক্র্যাশার সমিতির সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন মিন্টু, এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ড্রাস্টিজের ম্যানেজার (এডমিন) আবদুল ওয়াদুদ ও কৃষিতে জাতীয় পুরুস্কার প্রাপ্ত মোজাম্মেল হক বকুল। বক্তব্য রাখেন মাসিক আন্দরকিল্লার সম্পাদক নুরুল আবসার, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, সারাবাংলা ডট নেট এর ব্যুরো চীফ স্পেশাল করেসপন্ডেন্ট রমেন দাশগুপ্ত, বিডিনিউজ২৪ডট কমের স্টাপ রিপোটার উত্তম সেনগুপ্ত ও ক্লাবের সাবেক সভাপতি এমএ মন্নান। ক্লাবের অর্থ সম্পাদক রাজু বড়ুয়া ও সদস্য হোসাইন মাহমুদ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী অনুপম দেবনাথ পাভেল, বেতার ও টেলিভিশন সংগীত শিল্পী পূজা ভঞ্জ, উম্মে কায়ছার নিঝুম ও নীলা দাশের পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে। এতে তবলায় রিমেল বড়ুয়া, কি বোর্ডে অভি বড়ুয়া, অক্টোপ্যাডে অমর দাশ ও পারকেশনে ছিলেন অপু বড়ুয়া।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে ঘর থেকে মদ উদ্ধার, গ্রেফতার ১
(Last Updated On: ) বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর ঘর থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার(১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা অনুপ মেম্বারের বাড়ীর রাঘব রঞ্জন দাশের ঘরে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম […]
বোয়ালখালীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
(Last Updated On: ) স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানে বোয়ালখালীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জনগণের মাঝে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত স্মার্ট ভূমিসেবা প্রদানের লক্ষ্যে সারাদেশের মতো বোয়ালখালী উপজেলায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেনে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজিব। শনিবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে সাত দিনব্যাপী […]
১৫ হাজার টাকায় করোনা নেগেটিভ সনদ !
(Last Updated On: ) রাজশাহীতে ঘরে বসেই তৈরি করা হতো করোনা থেকে মুক্তির জাল সনদ। সেই সনদ বিক্রি হতো চড়া দামে। আর সরকারি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য দাম দিয়ে সেই করোনা সনদ কিনতেন এক শ্রেণির মানুষ। এর মধ্যে বিদেশগামী মানুষের সংখ্যাই তুলনামূলক বেশি। তবে শেষ পর্যন্ত এই চক্রের তিন সদস্য রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) […]