জাতীয়

কাফনের কাপড়ে মোড়ানো নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

(Last Updated On: )

শেরপুরের নকলায় কাফনের কাপড়ে মোড়ানো নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নকলা উপজেলার গণপদ্দি এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে গণপদ্দি গ্রামের খৈয়ামের কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় তার ঝোপের ভেতর একটি সাদা বস্তা দেখতে পান। পরে কাছে গিয়ে বস্তা খুলে কাফনের কাপড় মোড়ানো মানুষের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তাভর্তি অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কংকাল চুরির চক্র এই কাজ করে থাকতে পারে। মরদেহটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

আদালতের অনুমতি সাপেক্ষে মরদেহটি পুনরায় দাফন করা হবে বলে জানানো তিনি।