চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করল। আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীও উদযাপন করলাম। এই সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনী লড়াইয়ের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য শেষ হয়েছে। বেশ কিছু চিহ্নিত খুনির রায় সম্পূর্ণ কার্যকর হয়েছে। ৭১’র মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের অনেককে সাজার আওতায় আনা হয়েছে। এই সরকারের আমলে বাংলাদেশের প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয়, রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সবসেক্টরে উন্নয়ন হয়েছে অথচ সে বিষয়ে দেশের প্রান্তিক জনগোষ্টির মাঝে কোন প্রতিক্রিয়া নেই কারণ প্রচারনা নেই। আসলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব দলীয় নেতাকর্মীদের। তাছাড়া সামনে জাতীয় নির্বাচন। সকল নেতাকর্মীরা দলের স্বার্থে, বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার যে মিশন তা বাস্তবায়নে এক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্ধকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার মিশন সফল করার জন্য সততার সাথে ঐক্যবদ্ধভাবে পৌর আ’লীগকে সুসংগঠিত করার আহবান জানান। ৩১ মার্চ ২০২২ইং (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় লালখানবাজারস্থ মোছলেম উদ্দিন আহমদ এমপি’র বাসভবন প্রাঙ্গণে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, এম এ ঈসা, নুরুল আবছার হিরা, যুগ্ম সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, অ্যাডভোকেট নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ানুল হক টিপু, কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সেফু, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, জানে আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জি এস হাসান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ তারেকুল ইসলাম, কাউন্সিলর আরিফ উদ্দীন জুয়েল, কাউন্সিলর সুনিল ঘোষ, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, কাউন্সিলর মোহাম্মদ পারভেজ, মহিলা কাউন্সিলর শাহানাজ পারভিন নিলু, নুরুল গণি শাহ, মজিবুর রহমান, প্রদীপ বিশ্বাস, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মোসলেম উদ্দীন, এ কে এম আবদুল হামিদ, মোঞ্জুর মোর্শেদ, হাশেম সিদ্দিকি, রুনা চৌধুরী, নুরুল আবছার, মহিউদ্দীন, দেলোয়ার হোসেন, এইচ এম আফতাব আলী খান, সজিব বৈদ্য, শিমুল পাল, নুরুল আমিন, শফর মুল্লুক, রাসেল তালুকদার, আবু তৈয়ব, নুরুন নবী সওদাগর প্রমূখ।
(Last Updated On: )