জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ২৯টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে দেবে।
চাকরি প্রত্যাশীরা ২৪ এপ্রিল থেকে ১৬ মে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছর চাকরির অভিজ্ঞতা এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণ করে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন গ্রেড: ৬
২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ১৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুপালন/পশু চিকিৎসা/কৃষি/কৃষি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অথবা অর্থনীতি/মার্কেটিং/সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০বছর
বেতন গ্রেড: ৯
৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ১০
৪. পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি। ফটোগ্রাফিতে ডিপ্লোমা বা সমমানের পেশাদারি যোগ্যতার সনদ থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব: ৩০ বছর
বেতন গ্রেড: ১০
৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২ (হালকা ও ভারী)
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ভারী লাইসেন্সধারী ১৫ ও হালকা লাইসেন্সধারী ১৬
৬. পদের নাম: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। ফটোকপি ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ১৮
৭. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ২০
৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন গ্রেড: ২০
বয়সসীমা প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। তবে প্রোগ্রামার পদে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা http://blri.teletalk.com.bd/ এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।