প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মালয়েশিয়ার বাজার ঝুলে যায়নি। মালয়েশিয়ার শ্রমবাজার খুললেই দেশের শ্রমিকরা কম খরচে দেশটিতে যাবেন। আলোচনা না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব না। আমাদের উদ্দেশ্য শ্রমিক; শ্রমিকের স্বার্থের জন্য যা কিছু করা প্রয়োজন সে অনুযায়ী আমি কাজ করবো। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর খিলক্ষেতের লঞ্জনীপাড়া বরুয়াতে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে, আমরাও একটি প্রস্তাব দিয়েছি। আমরা কোনও সিন্ডিকেটের পক্ষে বা বিপক্ষে নই। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়া শ্রমিক পাঠানোর বিষয়টি ঝুলে যায়নি। স্বচ্ছ-অস্বচ্ছের বিষয়ে কিছু নয়, আমাদের প্রাধান্যের বিষয় হচ্ছে শ্রমিকের স্বার্থ। ২৭ মার্চ আমি প্রধানমন্ত্রীর অন্য একটি দায়িত্বে মালয়েশিয়া যাচ্ছি। আমি চেষ্টা করবো, এই কাজের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করার। এ সময় উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মহাপরিচালক হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
সম্পৃক্ত খবর
করোনার সংক্রমণ বাড়লে আবারও বন্ধ হবে স্কুল: প্রধানমন্ত্রী
(Last Updated On: ) দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগাতে এবং ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা […]
ধান খেতের আইলে মিলল নারীর মরদেহ
(Last Updated On: ) যশোরের মণিরামপুরে ধান খেতের আইলে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ পাওয়া গেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর- জামলা রাস্তার পাশের একটি মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃত জাহানারা উপজেলার জয়নগর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি শ্যামকুড় ইউনিয়নের […]
এলাকাজুড়ে চাঞ্চল্য, পুকুরে মিলল শতাধিক ইলিশ
(Last Updated On: ) ভরা মৌসুমে সাগরে ইলিশের দেখা নেই, এরই মধ্যে বরগুনার পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নে একটি দিঘিতে (বড় পুকুর) পাওয়া গেছে শতাধিক ইলিশ মাছ। প্রতিটি ইলিশের ওজন আনুমানিক ২০০ গ্রামের বেশি। আজ বুধবার রাতে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা […]