আওয়ামী লীগ ও বিএনপি সোনার বাংলাকে নরক বানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।তিনি বলেছেন,‘তাদের অসুস্থ প্রতিযোগিতা যেনতেনভাবে ক্ষমতায় যেতে। একটি দল যেকোনো মূল্যে ক্ষমতা আকড়ে ধরে রাখতে চায়। আর অন্য দলটি যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতার লোভে তাদের সামনে দেশ ও দেশের মানুষ মূল্যহীন হয়ে পড়েছে। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি,আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই।’
আজ শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন,‘দেশের মানুষ ভালো নেই। দেশের মানুষ সীমাহীন অর্থনৈতিক কষ্টে আছেন। সরকার বলছে দেশ অনেক এগিয়েছে, মানুষের আয় বেড়েছে। দেশের প্রবৃদ্ধি ঈর্ষণীয় পর্যায়ে। কিন্তু টিসিবির ট্রাকের পাশে মানুষের লাইন দেখলেই বোঝা যায় মানুষ কতটা ভালো আছেন। এখন অনেকেই প্যান্ট-শার্ট পরে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকেন। সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না, হতদরিদ্রের ভাষা বোঝে না মন্ত্রীরা। এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এমন বাস্তবতায় সরকার রেশনিং চালু করতে পারে।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু,কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ প্রমুখ।