চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। এ সময় আগুন নেভাতে গিয়ে সাজ্জাদ (৩০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। ১ মার্চ, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়খালী জঙ্গা তালুকদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংচিং মারমা বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর জানান, আগুনে দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ, মাসুদ, খুরশিদা বেগম ও সাজ্জাদের বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ সাজ্জাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত অগ্নি দূর্গতের পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তা প্রদানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন পৌর মেয়র।
সম্পৃক্ত খবর
কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
(Last Updated On: ) রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে গুলশান থানায় করা ওই মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়েছে। মামলার বাদী ওই তরুণীর বোন নুসরাত জাহান। এর আগে […]
করোনা সংক্রমণ বৃদ্ধি: বেনাপোলে অনির্দিষ্টকালের কঠোর বিধিনিষেধ
(Last Updated On: ) প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বেনাপোলে অনির্দিষ্টকালের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে শার্শা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ জুন) রাতে শার্শা উপজেলাকেও বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা গণমাধ্যমকে জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দেয়া […]