চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দুই দশক পর চালু হয়েছে এক্স-রে মেশিন। এর মাধ্যমে এক্স-রে সুবিধা সেবা পাবেন রোগীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় ডিজিটাল এ এক্স-রে মেশিনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম রাশেদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। হাসপাতালের টেকনোলোজিষ্ট মো.আনসার জানান, ডিজিটাল এই এক্স-রে মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক রোগ নিরুপণ করা যাবে। সেবা গ্রহীতারা নির্ধারিত ফি দিয়ে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সেবা নিতে পারবেন।
সম্পৃক্ত খবর
বোরকা খুলতেই চোখ ছানাবড়া পুলিশের, এ তো দাড়িওয়ালা যুবক
(Last Updated On: ) ২৫ বছর বয়সী যুবক মো. ইমরান মিয়া। তবে তার পরনে বোরকা। পায়ে লাগানো আলতা, মেয়েদের জুতা। বোরকা খুলতেই চোখ ছানাবড়া পুলিশের। এ তো দাড়িওয়ালা যুবক! তল্লাশি করতেই বের হয়ে এলো আসল কাহিনি। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতেই এ পথ বেছে নেয় ইমরান। তবে হাইওয়ে পুলিশ তল্লাশি করে ইমরানের শরীরে বিশেষ কায়দায় […]
বোয়ালখালীর কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
(Last Updated On: ) কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।তবে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সাইকেলযোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসছিলেন। এ সময় সেতুতে ট্রেনে কাটা পড়েন তিনি। তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো। সেতুর পূর্ব […]
বোয়ালখালীতে আ.লীগের ৪ বিদ্রোহীকে সাময়িক বহিষ্কার
(Last Updated On: ) বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৪জন নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে সুপরিশ পাঠানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। গত ৮ ডিসেম্বর বুধবার […]