মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের বড় বোনের সঙ্গে স্বাভাবিকের মতো ঝগড়া হয় রাফির। ঝগড়ার পর রাগ করে ঘর থেকে বের হয়ে যায় সে। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তার লাশ পাওয়া যায় জ্যৈষ্ঠপুরা ভারাম্ভা খালের বড়ুয়াপাড়া অংশে। ফৌজিয়া ফারিহা রাফি (২২) চট্টগ্রামের বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিহত রাফি খরণদ্বীপ মুন্সীপাড়ার আনোয়ার আজিম মাস্টারের বাড়ির এটিএম আনসার উল্লাহর মেয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, আজ সকাল ৯টায় খালের মুখে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানান। আমি পুলিশকে জানালে পুলিশ সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে। একইসঙ্গে নিখোঁজ হওয়া মেয়ের পরিবারকে খবর দিলে তারা এটি রাফির লাশ বলে নিশ্চিত করে।
পুলিশের এসআই মিনহাজ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে মর্গে প্রেরণ করা হবে।