প্রধান পাতা

মুক্তিযোদ্ধাকে মারধর: মেয়র কারাগারে

(Last Updated On: )

কক্সবাজারের মহেশখালীতে মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (২৬ জানুয়ারি) কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে মকছুদ মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা মহেশখালী উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনের ওপর হামলারে ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।