প্রধান পাতা

বোয়ালখালীতে গোয়াল ঘরে মিললো ২ হাজার লিটার মদ

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা গ্রামের একটি গোয়াল ঘর থেকে ২ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে থানা পুলিশ। এসময় দুই উপজাতিকে আটক করা হয়। ২৪ জানুয়ারি, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গ্রামের সুব্রত চক্রবর্তীর গোয়াল ঘরে অভিযান চালায় পুলিশ। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুব্রতের গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ পাওয়া যায়। এ সময় সেখান থেকে অন্যান্যরা পালিয়ে গেলেও রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় খোলা জংগল মগপাড়ার অংক্যই মারমা ছেলে আদামং মারমা (৩৪) ও একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমাকে (৩৮) আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে ছিলেন জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।