চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডীর লাল মতির বাপের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার এনামুল হক ভূঁইয়া। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি পৌঁছায়। তবে স্থানীয়রা আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসায় ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে হয়নি। আগুনে তিনটি ঘরের প্রায় ১০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক জানান, আগুনে রিকশা চালক ইউচুপ, দিনমজুর আবদুল হক ও আফিয়া খাতুনের ঘর পুড়ে গেছে। এ শীতের মধ্যে তারা এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রয়েছেন।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদরের খায়ের মঞ্জিল বহদ্দারপাড়া সড়কের সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা হাজী আহাম্মদ মিয়া, মো. সুমন ও মো.হারুণ।এ বিষয়ে সরকারি জায়গা পরিমাপ করে দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও […]
পুলিশের জালে সেই টিকটক সজীব
(Last Updated On: ) অবশেষে পল্লবী থানা পুলিশের জালে ধরা পড়েছে ‘টিকটক সজীব’ নামে পরিচিত সেই যুবক। গতকাল সোমবার রাতে গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন ধন্যপুর গ্রাম থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। ভাতিজার বার্থডে পার্টিতে নিমন্ত্রণের কথা বলে এক তরুণীকে একটি বাসায় নিয়ে ধর্ষণের পর সেই দৃশ্য গোপনে ভিডিও করেছিলেন টিকটক সজীব। এর […]
কুয়েতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
(Last Updated On: ) কুয়েতের ফান্তাস এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. গোলাম রসুল নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার দেশটির ফান্তাস এলাকায় নিজ কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাদবারহাট দক্ষিণ ভুইয়া গ্রামে। নিহতের ছোট ভাই গোলাম আজম জানান, […]