আওয়ামী যুবলীগ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো.ওসমান গনিকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার (৯ জানুয়ারি) দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম.টিপু সুলতান ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনসুর আহাম্মদের অভিযোগের প্রেক্ষিতে, নির্বাচনে সংগঠনের নিদের্শনা পরিপন্থী কার্যকলাপ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মো. ওসমান গনিকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়। ৭ দিনের মধ্যে এ অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্ত অব্যাহতি ও বহিস্কার হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েম কবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। বোয়ালখালী যুবলীগ সাধারণ সম্পাদক মো.ওসমান গনি বলেন, ‘আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরিবারের সাথে আমার পরিবার বিরোধ দীর্ঘদিনের। ওই পরিবার আমার পিতাকে হত্যা করেছিলো। এনিয়ে অপহরণসহ ৪টি মামলা রয়েছে। তাদের সাথে আপোষের কোনো সুযোগ নেই।’ তিনি আরো বলেন, ‘জনবিচ্ছিন্ন ও বির্তকিত প্রার্থী দেওয়ায় নৌকার পরাজয় হয়েছে। আমাকে সংগঠন থেকে অব্যাহিত দেওয়ার যে সিদান্ত নেওয়া হয়েছে তা দূরভী সন্দেহমূলক। আমি রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছি।’
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে ধর্মসভা ও মহোৎসব অনুষ্ঠিত
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী নাথপাড়ায় সার্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মায়ের বার্ষিক পূজা ,মহোৎসব উপলক্ষে মহতি ধর্মসভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ( ১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌর মেয়র মো: জহুরুল ইসলাম জহুর, বিশেষ অথিতি ছিলেন পৌর প্যানেল মেয়র শেখ অারিফ […]
বোয়ালখালীতে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
(Last Updated On: ) বিএসটিআই-এর অনুমোদন না নিয়ে পণ্য উৎপাদন, বিপণন, বাজারজাত এবং ওজনে কারচুপি করায় চট্টগ্রামের বোয়ালখালীতে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। তিনি জানান, বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিএসটিআই’র লগো ব্যবহার […]
আনিসাকে বাঁচাতে প্রয়োজন ৮ লাখ টাকা
(Last Updated On: ) চতুর্থ শ্রেণির ছাত্রী তাসনিম জামান আনিসাকে বাঁচাতে প্রয়োজন ৮ লাখ টাকা। হৃদরোগে আক্রান্ত আনিসার দ্রুত অপারেশন করলেই রোগমুক্তি হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার পিতার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। আনিসা চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। […]