প্রধান পাতা

বোয়ালখালীতে বহুতল ভবনের সিঁড়ি ভাঙলেন প্রশাসন

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি জায়গায় বহুতল ভবনের পাকা সিঁড়ি স্থাপন করায় তা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের গোমদন্ডী ফুলতল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, সরকারি জায়গায় বহুতল ভবনের পাকা সিঁড়ি নির্মাণ করায় তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আমিন সিটি সেন্টার নামীয় বহুতল ভবনের মালিক মো. আরশাদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।