আন্তর্জাতিক

ভারতের পার্লামেন্টের চার শতাধিক কর্মী করোনায় আক্রান্ত


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বাজেট অধিবেশন সামনে রেখে করা করোনা পরীক্ষার ফলাফলে ভারতের পার্লামেন্টের চার শতাধিক কর্মী পজিটিভ শনাক্ত হয়েছেন। পার্লামেন্ট ও দেশটির কেন্দ্রীয় সরকারের সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আসন্ন বাজেট অধিবেশ উপলক্ষে পার্লামেন্টের ১ হাজার ৪০৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের মধ্যে কেউ ভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কি-না, সেটি জানা যায়নি।

সূত্রের দাবি, গত ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারির মধ্যে করা করোনা পরীক্ষার রিপোর্টে ৪০২ জনের ফলাফল পজিটিভ আসে। পরে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, করোনায় আক্রান্তদের মধ্যে লোকসভার ২০০ জন এবং রাজ্যসভার ৬৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ ছাড়া পার্লামেন্টে কর্মরত আরও ১৩৩ জন কর্মচারীর রিপোর্টও পজিটিভ আসে।