আন্তর্জাতিক

কারাগারে আসামির সঙ্গে নারী বিচারকের রোমান্স, ভিডিও ভাইরাল

(Last Updated On: )

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়- কারাগারে থাকা একজন কয়েদিকে চুম্বন করছেন এক নারী। জানা গেছে, ওই নারী একজন বিচারক; আর যাকে চুম্বন করছেন তিনি খুনের দায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া একজন আসামি। ঘটনাটি দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার।

জানা গেছে, নিজের সৎ ছেলে ও একজন পুলিশকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারকদের একটি প্যানেল ক্রিশ্চিয়ান বাস্টোসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর ওই প্যানেলেরই একজন বিচারক ছিলেন মারিয়েল সুয়ারেজ।

মারিয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাস্টোসকে বাঁচাতে তখন তার শাস্তির বিরোধিতা করেছিলেন তিনি। আর যখন শাস্তি হয়েই যায়, তখন কারাগারে ওই আসামির সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিধিবাম সেই ঘটনা আর গোপন থাকেনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- ওই বিচারক ক্যামেরার ঠিক বিপরীত পাশের একটি চেয়ারে বসে আছেন। তার সামনে ক্যামেরার দিকে মুখ করে বসে আছেন আসামি বাস্টোস। এসময় মারিয়েল একপাশে সরে এসে বাস্টোসকে চুমু দেন। দ্রুতই এ ঘটনা ঘটলেও তা সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়ে যায় এবং পরে সেটি ভাইরাল হয়।

এ বিষয়ে বিচারক মারিয়েল সুয়ারেজ জানিয়েছেন, ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে সবার কাছে ভুল বার্তা গেছে। তিনি ক্রিস্টিয়ান বাস্টোসের ওপর একটি বই লিখছেন। সেই বিষয়ে কথা বলতেই তিনি জেলে গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, তাদের মধ্যকার কথা-বার্তা গোপন রাখতে তিনি আসামির এতটা কাছে গিয়েছিলেন।

যাই হোক, ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার যথার্থতা যাচাই-বাছাই করছেন তারা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- ওই বিচারক ক্যামেরার ঠিক বিপরীত পাশের একটি চেয়ারে বসে আছেন। তার সামনে ক্যামেরার দিকে মুখ করে বসে আছেন আসামি বাস্টোস। এসময় মারিয়েল একপাশে সরে এসে বাস্টোসকে চুমু দেন। দ্রুতই এ ঘটনা ঘটলেও তা সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়ে যায় এবং পরে সেটি ভাইরাল হয়।

এ বিষয়ে বিচারক মারিয়েল সুয়ারেজ জানিয়েছেন, ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে সবার কাছে ভুল বার্তা গেছে। তিনি ক্রিস্টিয়ান বাস্টোসের ওপর একটি বই লিখছেন। সেই বিষয়ে কথা বলতেই তিনি জেলে গিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, তাদের মধ্যকার কথা-বার্তা গোপন রাখতে তিনি আসামির এতটা কাছে গিয়েছিলেন।

যাই হোক, ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার যথার্থতা যাচাই-বাছাই করছেন তারা।