জাতীয়

আগুনে পুড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

(Last Updated On: )

রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জাহাঙ্গীর (১৯), রুমা (১৭) ও আফরিন (১৪)।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর ৪টার সময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।  বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান জানান, ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের পর ওই টিনশেড ঘরের ভেতর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা আপন ভাইবোন আর তাদের খালাতো বোন আফরিন।

তিনি আরও জানান, ঘটনার সময় বাসার মধ্যে চারজন ছিল। বড় ভাই আলমগীর অগ্নিকাণ্ডের সময় বাইরে বেরিয়ে যায়।

নিহত জাহাঙ্গীরের বাবা সুরুজ মিয়া ও মা আলেয়া বেগম কয়েকদিন আগে তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বীরগঞ্জে যায়। বর্তমানে ওই বাসায় তারাই ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।