আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অনুপম বড়ুয়ার কাস্তে মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার কালাইলায়ার হাট, মহিউদ্দিন শাহর মাজার, মোনাফের মসজিদ, খান বাহাদুর পাড়া, মুক্তিসংঘ, ধোরলা, কানুনগোপাড়া বাজার এলাকায় গনসংযোগ অনুষ্ঠিত হয় ।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ,সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন,নজরুল ইসলাম আজাদ, জামাল আবদুল নাসের, আমির হোসেন, শৈবাল আদিত্য, ক্ষেতমজুর নেতা শ্যামল বাবু, মো. শাহজাহান, শ্যামল চৌধুরী, পিকলু সরকার, রাশিদুল সামির,পার্থ সারথী সিংহ, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, সুদর্শন দাশ, উম্মে ফাতেমা শিবলী ।
স্থানীয় গোলাম মোস্তফা মেম্বার জানান, মানুষ যদি নির্বিগ্নে ভোট প্রদান করতে পারে তাহলে কাস্তে মার্কার জয় কেউ ঠেকাতে পারবে না । একটি উৎসবমুখর অবাধ সুষ্টু নিরপেক্ষ সর্বজন গ্রহন যোগ্য নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন ।
উল্লেখ্য অনুপম বড়ুয়া পারু ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করেন । সাবেক এ ছাত্রনেতা যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্বরত আছেন । একজন আবৃত্তি শিল্পী,নাট্যকার হিসেবে তাঁর খ্যাতি রয়েছে ।