বিভ্রান্ত না হয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ বলেছেন নৌকার দায়িত্ব আমি নিালাম। নৌকা বিজয়ী হলে এ করলডেঙ্গা ইউনিয়নের চেহারা পাল্টে দেবো। বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার করলডেঙ্গা বু আলী কালান্দর শাহ(র.) মাজার গেইট এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমার আরো ২ বছর সময় আছে। এর মধ্যে উপজেলার সব রাস্তাঘাট পিচ পাকা করে দেবো। আগামী মার্চ মাসে কালুরঘাট সেতুর ডিজাইন জমা দিলে কাজ শুরু নির্মাণ কাজ শুরু হবে। এ সেতু জননেত্রী শেখ হাসিনা অগ্রাধিকার প্রকল্পে রেখেছেন। আপনারা দোয়া করেন। করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশ্যে বলেন, বহুদিন দিন হয়ে গেছে এবার রেহাই দাও। তোমার দল বিএনপিতো নির্বাচন করছে না, তুমি কেনো দাঁড়িয়েছো। কাল থেকে করলডেঙ্গায় মদ ও ইয়াবা ব্যবসায়ীদের ধরা শুরু হবে বলে জানান তিনি বলেন নির্বাচনের দিন আমি এলাকায় থাকবো। দেখবো ভোটারদের কে ভয়ভীতি দেখায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আহমেদ বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর,সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দীন এমরান ও শাহনেওয়াজ হায়দার শাহীন।
সম্পৃক্ত খবর
দুই পাগল মিলে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলাম : পরী
(Last Updated On: ) গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। সুখবরটি তারা চেপে রেখেছিলেন এতদিন। তবে গতকাল সোমবার ‘মা হচ্ছেন পরীমনি’ সংবাদটি গণমাধ্যমে এলে অনেকেই আশ্চর্য হন! প্রশ্ন আসে, পরী বিয়ে করল কবে, আর কাকে? মা হওয়ার সংবাদ প্রকাশ্যে আনার পাশাপাশি পরী গতকালই জানান, মাত্র এক সপ্তাহের […]
বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন আসিফ (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ জুলাই, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আরাকান সড়কের পেতন আউলিয়া (রহ) মাজার গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত আসিফ পশ্চিম গোমদণ্ডী মজুমাল তালুকদার বাড়ির মোহাম্মদ ইউসু্ফের ছেলে। আসিফ মাইক্রোবাসের হেলপার হিসেবে কাজ করতেন। আসিফের পিতা ইউসুফ […]
বোয়ালখালীতে মাশফিক হত্যা: শিক্ষক জাফর গ্রেপ্তার
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানার শিক্ষক জাফর আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে গতকাল মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নিলেও রাতে দুজনকে ছেড়ে দিয়ে জাফরকে মাশফির মামার করা মামলায় গ্রেপ্তার দেখায়। বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম […]