দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার রোধে টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের একদল গবেষকের মতে, ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে টিকার বুস্টার ডোজ। মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল ওমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে গবেষণা চালিয়েছেন। গবেষকেরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে।
তবে ওমিক্রন কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। গবেষকেরা আরও বলেছেন, বুস্টার ডোজ নেওয়া থাকলে ওমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।
ইমপেরিয়ালের গবেষণা দলের একজন প্রফেসর আজরা গনি জানান, ‘ওমিক্রনের সিভিয়ারিটির পরিসর সম্পর্কে জানতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন। তবে সম্ভাব্য যেকোনো প্রভাব মোকাবিলায় সরকারকে পরিকল্পনা হাতে রাখতে হবে।’ আর এ ক্ষেত্রে বুস্টার ডোজকে বড় পরিসরে জনস্বাস্থ্যের সুরক্ষার একটি অংশ মনে করেন প্রফেসর আজরা।
উল্লেখ্য, বিশ্বে দ্রুত ছড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্যে বৃহস্পতিবার শনাক্ত ছিল ১ হাজার ৬৯১ জন, শুক্রবারে তা প্রায় দ্বিগুণ বেড়ে হয় ৩ হাজার ২০১ জন। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯০৯ জন।
ওমিক্রনের রি-ইনফেকশনের হার, অর্থাৎ একবার পুনরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্য ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচ গুণ বেশি বলেও ইমপেরিয়াল কলেজের গবেষণায়।