জাতীয়

চাকরিপ্রার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

 সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোসহ চার দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু করে তারা।সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে তাদের চার দাবি হলো: সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানো, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা।

আন্দোলনকারী হাবিবুর রহমান বলেন, আমাদের সেশনজটের কারণে অনেকের সরকারি চাকরির বয়স চলে গেছে। একারণে আমরা বয়স বাড়ানোর আন্দোলন করছি। একইসঙ্গে আমাদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

আন্দোলনকারী শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে চাইলে  পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে প্রায় ১৫ মিনিট বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাদের ঠেলে তাদের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। এরপর আন্দোলনকারীরা জাদুঘরের সামনে অবস্থান নেন।