চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. নেজাম (৩৫) নামের এক বাইকআরোহীর নিহত হয়েছেন। নিহত নেজাম সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুলাল সওদাগর বাড়ি এলাকার মৃত এমদাদ আলীর ছেলে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের গোডাউন ব্রিজ এলাকার সৈয়দ আলী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত নেজাম শ্যামলী পরিবহনের চালক ছিলেন। মঙ্গলবার রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে কাপ্তাই যাচ্ছিলেন। সরফভাটা গোডাউন ব্রিজ এলাকায় পৌঁছলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মোহাম্মদ হারুন বলেন, ‘নেজাম আমাদের পরিবারের ছোট ছেলে। আজ বুধবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।’