নিতান্তই শখের বসে মানুষ কত কিছু করে থাকে। তাই বলে ছাগলের জন্মদিনে কেক কাটা! হ্যাঁ, শখের বশে কেক কেটে ছাগলের জন্মদিন পালন করে আলোচনায় আসলেন টেকনাফের সাইফুল ইসলাম। তিনি পেশায় একজন পান বিক্রেতা।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শতশত উৎসুক জনতাকে সঙ্গে নিয়ে নিজের আদরের পোষা ছাগলের জন্মদিন পালন করেন সাইফুল। এ সময় কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। কেক কাটার পর আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন উপস্থিত সবাই।
ছাগলের মালিক সাইফুল ইসলাম বলেন, আমার পোষা ছাগলটির বয়স একবছর পূর্ণ হলো কাল। তাই নিজের ভালো লাগা থেকেই প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।
সাইফুল আরও বলেন, পোষা প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এ ব্যতিক্রম আয়োজন। আমি শখ করেই ছাগলটি পুষি। ও যতদিন বেঁচে থাকবে প্রতিবছর ওর জন্মদিন পালন করবো। আমি মনে করি, আমাদের প্রত্যেকের প্রাণী পোষা উচিত।