বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়িতে ‘মান্নাত’ তল্লাশি চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর থেকে শাহরুখের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সংস্থাটির গোয়েন্দা দল।
ভারতীয় শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
বৃহস্পতিবার সকালেই জেলে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো সময় কাটিয়েছেন তিনি।
তার কয়েক ঘণ্টার মধ্যেই তার বাস ভবনে তল্লাশি শুরু করলো এনসিবি। এ ঘটনায় থমথমে পরিবেশ শুরু হয়েছে গোটা বলিউডে।
তবে শুধু শাহরুখ খানের বাড়িতেই শুধু নয়। এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও পৌঁছায় এনসিবি কর্তারা। সেখানেও চলছে তল্লাাশি।