চট্টগ্রাম

চট্টগ্রামে এল ১৬ হাজার ৩৮০ ডোজ ফাইজারের টিকা

(Last Updated On: )

অবশেষে চট্টগ্রামে এসে পৌঁছেছে আমেরিকান ফাইজারের ভ্যাকসিন। প্রথম দফায় ১৬ হাজার ৩৮০ ডোজ এসে পৌঁছেছে চট্টগ্রামে।

সোমবার (১১ অক্টোবর) রাত ১২টায় ঢাকা থেকে টিকা বহনকারী গাড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, প্রথম ধাপে আমরা ১৬ হাজার ৩৮০টা টিকা পেয়েছি। এসব ভ্যাকসিন কার্যালয়ের ইপিআই সেন্টার হাউজে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে কেন্দ্রে সরবরাহ করা হবে।

এদিকে ফাইজারের এসব ভ্যাকসিন নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালেই দেয় হবে। যা আগামী ১৫ অক্টোবর থেকে দেয়ার কথা রয়েছে।