রাশিয়ার তাতারস্তান অঞ্চলের একটি শহরের কাছে বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন মারা গেছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে ছয় জনকে। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘বিমানে ২০ জনের একটি প্যারাসুট জাম্পার দল ও দুজন ক্রু ছিলেন।’ আঞ্চলিক সরকার জানিয়েছে, ৭০ মিটার উঁচুতে থাকা অবস্থায় বিমানের পাইলট জানান একটি ইঞ্জিন অকেজো হয়ে পড়েছে। মেনেজেলেনিস্ক শহরের কাছে জরুরি অবতরণ করতে চেয়েছিলেন পাইলট। জনবসতি নেই এমন স্থানে বিমানটির অবতরণের চেষ্টা করা হয়েছিল।’
তাতারস্তানের গভর্নর রুস্তম মিন্নিখানভ বলেন, ‘বিমানের একটি পাখা মাটিতে একটি গাড়িতে আঘাত হানে এবং উল্টে যায়।’ এর আগে গত মাসে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি অ্যান-২৬ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জন মারা যান। গত জুলাইয়ে অপর এক উড়োজাহাজ দুর্ঘটনায় ২৮ জন যাত্রীর সবাই মারা গিয়েছিলেন।