চট্টগ্রাম

কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

(Last Updated On: )

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন ১৪। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- তালিকাভূক্ত সন্ত্রাসী নুর কালাম, ওসমান, আক্তার হোসাইন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ ও মো. আবুল কালাম।

রবিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।

এবিপিএন সূত্রে জানা গেছে, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাধারণ রোহিঙ্গাদের ভয়-ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামি। পরে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষদের নেতা মাষ্টার মুহিববুল্লাহ নিহতের পর থেকে ক্যাম্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।