আন্তর্জাতিক

দুপুরে বিধানসভায় শপথ মমতার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হলে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে ছয় মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই হিসেবে গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। এই ভোটের লড়াইয়ে মমতা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮ হাজার ৮৩২ ভোটে পরাজিত করেন।

এবার বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা। তবে তাকে কে শপথ পড়াবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে এ নিয়ে টানাপড়েন শুরু হয়েছিল। অবশেষে সিদ্ধান্ত হয় রাজ্যপালই তার শপথ বাক্য পড়াবেন। আজ (৭ অক্টোবর) দুপুর ২টায় শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিন মমতা ছাড়াও আরও শপথ নেবেন সদ্য জিতে আসা আরও দুই তৃণমূল বিধায়ক। আজ দুপুরে তাদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কি না এ নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলে শোরগোল। সেই ভাবনার অবসান ঘটে রোববার (৩ অক্টোবর) ফলাফল ঘোষণার মাধ্যমে।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়ে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তখন ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম।