বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সভাপতি, দিশারী খেলাঘর আসরের উপদেষ্টা শ্যামল বিশ্বাসের বড় বোন ক্ষমা বিশ্বাস (৬৪) পরলোকগমন করেছেন । বৃহষ্পতিবার (২৪ সেপ্টম্বর) রাত ১ টায় তিনি পরলোক গমন করেন ।
তিনি ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তিনি পূর্ব গোমদন্ডী দত্ত পাড়ার শ্রীনাথ বিশ্বাসের কন্যা । গত ২৪ মার্চ নগরীর সিটি গেইটস্থ কালু শাহর মাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
তিনি ২০১৯ সালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অফিস সহকারী হিসেবে অবসর গ্রহন করেন । কর্মজীবনে তিনি কক্মবাজার সিভিল সার্জন অফিস, সিভিল সার্জন চট্টগ্রাম অফিস,স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম, বাংলাদেশ বক্ষব্যাধী হাসপাতাল, ফৌজাদারহাট, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অফিস সহকারী পদে কর্মরত ছিলেন ।
তারঁ মৃত্যুতে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী,দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতার,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর দে, আসক ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলার সভাপতি মো. এয়াকুব মিয়া সাধারণ সম্পাদক এস এম সেকান্দর , বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মো জসিম উদ্দিন, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, জাসদ বোয়ালখালীর সাধারণ সম্পাদক ওবাইদুল হক ,সহ সভাপতি নিরঞ্জন চক্রবর্তী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।