চট্টগ্রাম

কর্ণফুলীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ:নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান ‌‘ওটি ওশান’ নামের তেলের ট্যাংকারে ওয়েল্ডিং করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিখোঁজ নজরুল ইসলাম সাদ্দামের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নদীর দক্ষিণপ্রান্তে ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যাফকির বাড়ির আবুল হাশেমের ছেলে।

এর আগে এই ঘটনায় মো. জিসান নামের আরও এক শ্রমিক নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বলেন, ‘তেলের ট্যাংকার বিস্ফোরণে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের চরপাথরঘাটার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোতার বাপের হাট লেদুরঘাট এলাকায় ওয়েল্ডিং করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন শ্রমিকেরা। পরে স্থানীয় মাঝিরা নদী থেকে দুই জনকে উদ্ধার করলেও সাদ্দামকে খোঁজে পাওয়া যায়নি। আহতদের চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।