জাতীয়

বঙ্গোপসাগরে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৫

(Last Updated On: )

মিয়ানমার থেকে পাচারকালে বঙ্গোপসাগরের কক্সবাজারের উপকূলে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছেন র‌্যাব ১৫-এর সদস্যরা। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তার পর ধাওয়া করে সেই ট্রলারে পাওয়া যায় সাড়ে চার লাখ পিস ইয়াবা।

কক্সবাজার র‌্যাব-১৫ উপঅধিনায়ক তানভীর হাসান বলেন, গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবাপাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‌্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়। সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।