পটিয়া শেভরণ হাসপাতালে ২২ পদে ১১৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পটিয়া শেভরণ হসপিটাল প্রাঃ লিমিটেড
পদের সংখ্যা: ২২টি
পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (পুরুষ), মেডিকেল অফিসার (মহিলা), ম্যানেজার, হিসাব রক্ষক, স্টোর কীপার, সুপারভাইজার, স্টাফ নার্স, ওটি নার্স, মিড ওয়াইফ নার্স, জুনিয়র নার্স, ক্যাশিয়ার/বিলার, ফ্রন্ট ডেক্স এক্সিকিউটিভ/রিসেপশনিস্ট (পুরুষ/মহিলা), মার্কেটিং/লিয়াজো কর্মকর্তা, ফার্মাসিস্ট, ড্রাইভার, অফিস সহকারী/পিয়ন, ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মী/ক্লীনার, সিকিউরিটি/নাইট গার্ড/লিফটম্যান, লন্ড্রিম্যান
যেভাবে আবেদন করবেন: সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সমূহের অনুলিপি সংযুক্ত করে নিচের ঠিকানা বরাবর জমা দিতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
পটিয়া শেভরণ হসপিটাল প্রাঃ লিমিটেড
কাদের সুপার মার্কেট (পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন)
পটিয়া হাসপাতাল রোড, পটিয়া, চট্টগ্রাম
আবেদনপত্র জমা দেয়ার স্থান ও সময়: পটিয়া সেভরন হাসপাতালে রক্ষিত আবেদন বাক্স (সকাল ১০টা থেকে বিকাল ৫টা)
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২১