আগস্টের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু তালেবান ক্ষমতা দখলের পর বিমান বন্দরে ভয়াবহ হামলার পর পিছিয়ে যায় সিরিজের সূচি। শঙ্কা ছিল বটে কিন্তু তার অবসানও হয়েছে। আগামীকাল শনিবার বিকেলে ঢাকায় আসছে আফগান যুবারা।
আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান আবু ইনাম মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জটিলতার কারণে তারা যথাসময়ে আসতে পারেনি। কাল বিকালে বাংলাদেশে পৌঁছাবে আফগানিস্তান।’
এই সফরে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলার কথা আফগান যুবাদের। আগের সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে তারা আসতে দেরি করায় ৩ দিন পেছানো হয়েছে সিরিজ। নতুন সূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আফগান যুবাদের সঙ্গে বাংলাদেশ যুবাদের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।