দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিনদিন করোনায় মৃত্যুর সংখ্যা একশর নিচে থাকল। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ১০৯ জনের।
সোমবার (৩০ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জনের দেহে। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।