চট্টগ্রাম

চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

(Last Updated On: )

টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় মুজিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

গতকাল সোমবার (৯ আগস্ট) দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে এ ঘটনা ঘটে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেফতার মুজিব নগরের সদরঘাট থানার মোগলটুলী জমিরউদ্দিন গলি এলাকার নুর রহমানের ছেলে। তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে বসবাস করতেন।  

জানা গেছে, মুজিবর রহমান টাকার লোভ দেখিয়ে পাশের বাসার ১০ বছরের এক শিশু কন্যাকে ফাঁকা বাসায় ডেকে নিয়ে যায়। বিষয়টি মুজিবের রুমমেট মো. নাজমুল হকের দৃষ্টি গোচর হলে তিনি একই কলোনীর ভাড়াটিয়া মো. শাহ জালালকে বিষয়টি জানান। তিনি মুজিবের শয়ন কক্ষের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে, মুজিব তাকে টাকার প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে আসে এবং অনৈতিক কার্যকলাপ করে বলে জানায় শিশুটি। পরে শাহ জালাল ঘটনাটি বাড়ির মালিককে জানালে স্থানীয় লোকজনের সহায়তায়  মুজিবরকে পুলিশে সোপর্দ করে।  

ওসি মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুজিবর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শিশুটির মা থানায় অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।