বোয়ালখালী সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালার উদ্যোগে তৃতীয় দিনের মত বিনামূল্যে টিকা নিবন্ধন পূর্ব গোমদন্ডী উদয়ন সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ২৭ শে জুলাই) সকালে নিবন্ধন কার্যক্রমের উদ্ভোধন করেন উদয়ন সংঘের সম্মানিত সভাপতি মুকুল চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস।
টিকা নিবন্ধনে পূর্ব গোমদন্ডী পৌর এলাকার প্রায় অর্ধ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে সাবেক সাধারণ সম্পাদক আশুতোষ চৌধুরী এর তত্বাবধানে পাঠশালা’র দূর্যোগ ও ত্রান প্রতিনিধি গৌরব মজুমদার (রন্টি), জনি দাশ,শ্রীচরণ বিশ্বাস,বিজয় চক্রবর্ত্তী এবং উদয়ন সংঘের সদস্য সাজিব চৌধুরী(সাজু) , কেশব চৌধুরী(রোকন) ও প্রদীপ চৌধুরী নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেন।