প্রধান পাতা

পাঠশালার টিকা নিবন্ধন কার্যক্রম অব্যাহত

(Last Updated On: )

বোয়ালখালী সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালার উদ্যোগে দ্বিতীয় দিনের মত বিনামূল্যে টিকা নিবন্ধন পূর্ব খিতাপচর নবারুন সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ( ২৫ শে জুলাই) সকালে নিবন্ধন কার্যক্রমের উদ্ভোধন করেন নবারুণ সংঘের সম্মানিত সভাপতি সৈকত মহাজন ও সাধারণ সম্পাদক রাজীব দাশ।

টিকা নিবন্ধনে পূর্ব খিতাবচর এলাকার প্রায় দেড়শ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে পাঠশালার দূর্যোগ ও ত্রান প্রতিনিধি রকি দে এর তত্বাবধানে গৌরভ মজুমদার রন্টি, জনি দাশ,অন্তর দাশ,বিজয় চক্রবর্তী এবং নবারুণ সংঘের সদস্য অন্তর চৌধুরী, প্রণয় চৌধুরী ও প্রমিত মহাজন নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেন।