বোয়ালখালীতে ৪২৫ পরিবারকে করোনা মহামারিতে মানবিক সহায়তা অংশ হিসেবে প্রধানমন্ত্রীর প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১২ জুন) উপজেলা পরিষদ চত্বরে ৪২৫ পরিবারকে নগদ এক লক্ষ বার হাজার পাঁচশত টাকা এবং ২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম- ০৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন।
উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী সহ প্রমুখ ।