আন্তর্জাতিক

স্বপ্নে বারবার ধর্ষণ, পুলিশের দ্বারস্থ নারী

(Last Updated On: )

স্বপ্নে নাকি বারবার ধর্ষণ করেছেন তান্ত্রিক। এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকায়।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, কয়েক মাস আগে ওই নারীর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর এরপরই ছেলেকে নিয়ে তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদীর কাছে যান ওই নারী। 

ছেলেকে নিয়ে গেলে ওই তান্ত্রিক বেশ কিছু মন্ত্র পড়তে এবং আচার মেনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতে কাজ হয়নি। ১৫ দিন পর এই ছেলেটির মৃত্যু হয়। তারপর ওই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের মৃত্যুর কারণ জানতে চান তিনি। অভিযোগ, সেদিনই তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই তান্ত্রিক। কিন্তু কোনও প্রকারে রক্ষা পান তিনি।

নারীল অভিযোগ, এরপর থেকেই চতুর্বেদী তার স্বপ্নে আসছেন এবং বারবার তাকে ধর্ষণ করছেন। পুলিশে অভিযোগ জানানোর পর ওই তান্ত্রিকের খোঁজ করা হয়। 

তান্ত্রিকের খোঁজ মেলায় তাকে জেরা করা হলে তিনি বলেন, ওই নারীকে তিনি চেনেনই না। যদিও উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়েছে।