লকডাউনে আয় কমেছে, তাই কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় টিসিবির ট্রাকের সামনে। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেই প্রয়োজনীয় পণ্যটুকু কেনার জন্যই দীর্ঘ এ লাইন। তবে অধিকাংশ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব একেবারে নেই বললেই চলে; ট্রাক সেলের কার্যক্রমের সামনে।
বুধবার (৭জুলাই) রাজধানীর রামপুরা ও মালিবাগ বাজারের সামনে টিসিবির পণ্য বিক্রির সময় এমন দৃশ্য দেখা মিলে। টিসিবির চাল ৩০, ডাল, আটা ২৩, চিনি ৫৫ ও তেল ১০০টাকা ধরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের সামাজিক দূরত্বের ছিটেফোঁটাও নেই এখানে। অধিকাংশ ক্রেতাদের মুখেই নেই মাস্ক। কেউ কেউ থুতনিতে ঝুলিয়ে রেখেছেন মাস্ক। আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের উপস্থিত টের পেলেই মুখে তুলছেন মাস্ক।
সামাজিক দূরত্ব না মেনে পণ্য বিক্রি সম্পর্কে, রামপুরায় ট্রাক সেলের এক কর্তৃপক্ষের সাথে কথা হলে তিনি জানান, অনেক মানুষ। এত মানুষের কাছে বিক্রি করার মতো আমাদের কাছে পণ্য নাই, তাই সবাই যেভাবে পারছে ঠেলাঠেলি করে লাইনে দাঁড়াইতেছে। আমরা বারবারই বলছি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান কিন্তু তারা শুনে না।