জাতীয়

বৃষ্টি বাড়তে পারে আরো ৩ দিনে

(Last Updated On: )

ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে বৃষ্টির। কোথাও কোথাও ভারী বর্ষণও হচ্ছে। বৃষ্টির এ ধারা সপ্তাহজুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিনদিন বৃষ্টির মাত্রা বাড়তে পারে। সোমবার (৫ জুলাই) আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ‍ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১০৩ মি.মি.। আর ঢাকায় হয়েছে ৬০ মি.মি.। পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।